ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪,   আষাঢ় ১৫ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০০ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

গাজীপুরের টঙ্গীতে চার স্কুল শিক্ষককে পূনর্বহাল এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা পৌণে ১১ টার দিকে আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়কের যানজট দেখা দেয়ায় ভোগান্তিতে পড়ে  যাত্রীরা। পুলিশ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদ করায় চার শিক্ষককে অপসারণ করে স্কুল পরিচালনা কমিটি। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা এ অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। পরে বেলা সোয়া ১২টার দিকে সড়ক অবরোধ তুলে নিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।