ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

জাতিসংঘে বিএনপির প্রস্তাব উপস্থাপনের বিষয়টি অযৌক্তিক

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

তিস্তার পানি চুক্তি নিয়ে জাতিসংঘে বিএনপির প্রস্তাব উপস্থাপনের বিষয়টি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
কুষ্টিয়ার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের এত অবনতি হয়নি যে, এই চুক্তি নিয়ে জাতিসংঘে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিএনপির আদালতে যাওয়া ও জাতিসংঘে যাওয়ার প্রস্তাব রাজনৈতিক ভাবে দেউলিয়াত্ব’র প্রমাণ।