ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫,   মাঘ ৯ ১৪৩১

বঙ্গবন্ধুকে স্মরণ ফরিদপুর মুক্তিযোদ্ধাদের

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলেন ফরিদপুরের মুক্তিযোদ্ধারা। 

শনিবার দুপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শহরের গোয়ালচামটে পৌর অডিটোরিয়ামে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধাদের ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। এ সময় বোয়ালমারী উপজেলা কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, সেক্টর ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এএইচ/এমবি