হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি
প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:১৮ এএম, ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার
বৃষ্টিপাত কমায় কিছুটা উন্নতি হয়েছে হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতি। তবে, টানা পানিতে ডুবে থাকায় পচন ধরেছে ফসলে। নতুন ধানের এই পরিস্থিতি হতাশায় নওগাঁ, শেরপুর, সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষক। এদিকে, পর্যাপ্ত ত্রান না পাওয়ার অভিযোগও মিলছে অভাবী মানুষগুলোর কাছ থেকে।
আর মাত্র কয়েকদিন পরেই পাকা ধান ঘরে ওঠার কথা থাকলেও পাহাড়ী ঢল আর বন্যা ভাসিয়ে নিয়ে গেছে হাওরাঞ্চলের কৃষকের স্বপ্ন।
উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে এসব এলাকার নিম্নাঞ্চল। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের চোখের সামনেই ডুবে গেছে বোরো আবাদের জমি।
ডুবে যাওয়া ক্ষেত থেকে কিছুটা ধান সংগ্রহ করার চেষ্টা করলেও, পচন ধরছে অধিকাংশ ফসলে-তাই একমুঠো নতুন ধানের আক্ষেপ চাষীদের কন্ঠে।
এদিকে পর্যাপ্ত ডিলার না থাকায় ওএমএস এর সুবিধা পাচ্ছেনা প্রত্যন্ত এলাকার অনেক চাষী।
ইউনিয়ন পর্যায়ে খোলাবাজারে চাল বিক্রিসহ সরকারী সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের।