ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা সফর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪০ এএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
(ছবি- এপি)
মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প গতকাল শনিবার ঘূর্ণিঝড় লরায় ক্ষতিগ্রস্ত লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় এলাকা সফর করেন। এই অঞ্চলের শহরগুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই এলাকার বিশেষ মাহাত্ম এই যে এরা খুব তাড়াতাড়ি আবার গড়ে উঠতে পারে। খবর ভয়েস অব আমেরিকা’র।
ক্যাটাগরি ৪ সম্পন্ন ঘূর্ণিঝড়ে এ যাবৎ ১২জন প্রাণ হারিয়েছেন তবে অর্ধেক মৃত্যু হয়েছে বিদ্যুৎ জেনারেটার সঠিকভাবে ব্যবহার করতে না পারায় এবং কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে।
সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প, লুইজিয়ানাকে দুর্গত এলাকা বলে ঘোষণা করেন। এতে করে দুর্গত এলাকার জন্য কেন্দ্রীয় অর্থ পাওয়া সুলভ করবে।
এমএস/