জেএমবি’র সারোয়ার-তামিম গ্র“পের গুরুত্বপূর্ণ নেতাসহ আটক ৩
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার
সাভারের রাজফুলবাড়ীয় র্যাবের অভিযানে জেএমবি’র সারোয়ার-তামিম গ্র“পের গুরুত্বপূর্ণ নেতা তামীম দ্বারীসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। ধর্মান্তরিত মুসলিম তামীম দ্বারী মেরিন ইঞ্জিনিয়ার। চাকরি জীবনের সব আয়ই জঙ্গি কর্মকাণ্ডে ব্যয় করেছে সে। তামীম দ্বারী ও তার সহযোগিদের ঢাকায় নাশকতা চালানোর পরিকল্পনা ছিল বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব।
শুক্রবার ভোররাতে রাজধানীর অদূরে সাভারের রাজফুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে নব্য জেএমবি নেতা তামীম দ্বারী, কামরুল হাসান ও মোস্তফা মজুমদারকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়।
পরে প্রেস ব্রিফিংয়ে এ’ বিষয়ে জানানো হয়। তামীম দ্বারী নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত নব্য জেএমবি’র শীর্ষ নেতা তামীম চৌধুরীর ঘনিষ্ট ছিল বলে জানায় র্যাব।
পেশায় মেরিন ইঞ্জিনিয়ার তামীম দ্বারী সংগঠনে নানা নামে পরিচিত। আর চাকরি জীবনের সব আয়ই সে জঙ্গি কর্মকাণ্ডে ব্যয় করেছে বলে জানায় র্যাব।
গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করেন র্যাবের এই কর্মকর্তা।