ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: ফখরুল

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার

লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারো জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ’কথা বলেন তিনি। জনপ্রিয়তা যাচাইয়ে সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান মির্জা ফখরুল।

সকালে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারি নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন দিলেই জনপ্রিয়তা যাচাই হয়ে যাবে। নিরপেক্ষ কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না বলেও জানান বিএনপির মহাসচিব।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

রাজপথের আন্দোলনে নতুন কমিটি ব্যর্থ হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

https://youtu.be/PnwvB6H16Q8