ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

পালিত হচ্ছে জাতীয় আইন সহায়তা দিবস

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার

বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল অফিসে আপোষও হয়- শিরোনামে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে জাতীয় আইন সহায়তা দিবস।

আর্থিকভাবে অস্বচ্ছলদের আইনি সহায়তার মাধ্যমে মামলা নিস্পত্তি ছাড়াও মামলাজট কমানো সম্ভব বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। দু’ পক্ষের বিরোধের সন্তোষজনক সমাধানের জন্য রাষ্ট্র কর্তৃক এই সহায়তার ইতিবাচক দিকগুলো সম্পর্কে জনসচেতনতা প্রয়োজন বলেও জানান তিনি। একইসাথে সারাদেশের জেলা শহরে স্থাপিত জাতীয় আইনি সহায়তা কেন্দ্রগুলোর সাথে যোগসূত্র স্থাপনে নতুন নতুন পদক্ষেপ নেয়ারও তাগিদ দেন সাবেক এই আইনমন্ত্রী।