ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০২ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার | আপডেট: ০৫:০৫ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি ড. ফেরদৌস আহমেদ কোরেশী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে ক্যান্টমেন্টের বাসা থেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
পিডিপির মহাসচিব এম এ হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে ফেরদৌস আহমেদ কোরেশী অসুস্থ ছিলেন। আজ বিকেলে তিনি ইন্তেকাল করেন।
২০১৫ সালের ২১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোরেশী। প্রায় অর্ধমাস ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এরপর থেকে বিছানায় ছিলেন তিনি। প্যারালাইজড হওয়ায় ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলতেন কোরেশী।
ড. কোরেশী প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান এবং দেশবাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাসুদেব পুর গ্রামে।
এসি