ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

নাটোরে মেয়ের হাতে প্রাণ গেল বাবার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার

নাটোরের সিংড়ায় নিজ মেয়ের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা আব্দুস সাত্তার (৮০)। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচলকোট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সাত্তার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহতের মেয়ে মীরাকে (৩০) আটক করেছে পুলিশ।
 
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বাবা আব্দুস সাত্তারের সাথে পারিবারিক বিরোধ নিয়ে মেয়ে মীরা খাতুনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মীরা খাতুন তার বাবা বৃদ্ধ আব্দুস সাত্তারকে জমি লিখে দেয়ার জন্য চাপ দেন। কিন্তু তিনি তা না দেয়ায় এক পর্যায়ে মীরা ডাব গাছের ডাল দিয়ে তার ঘাড়ে সজোরে আঘাত করলে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, মীরা তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকতো। ইতোমধ্যে সে স্থানীয় এক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে তার বাবার সাথে বিরোধ চলছিলো।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

সিংড়া থানার ওসি নূরে আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মীরাকে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এনএস/