ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

আবারো ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার | আপডেট: ১০:১৭ এএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার

যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও আবারো ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ পিয়ংইয়ংয়ের একটি এলাকা থেকে স্থানীয় সময় ভোরের দিকে পরীক্ষাটি চালানো হয়। তবে, ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্র। দেশ দু’টি বলছে, ক্ষেপনাস্ত্র নিক্ষেপের পরপরই তা ধ্বংস হয়ে যায়। এদিকে, সামরিক পথেই কোরীয় সমস্যা সমাধানের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।