ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

করোনা মহামারিতেও থেমে নেই শাবিপ্রবি’র কার্যক্রম

শাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

চলমান করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সমানতালে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক ও উন্নয়ন কার্যক্রম। নিজস্ব পরীক্ষাগারে চলছে নিয়মিত কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা। সেইসঙ্গে গত ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ-এর গতিশীল নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে ইতোমধ্যেই। 

মঙ্গলবার (১ল সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দপ্তর হতে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘একাডেমিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ বছর বেস্ট ডিজিটাল ক্যাম্পাস এ্যাওয়ার্ড পেয়েছে শাবি।  গত ৮ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে বেস্ট ডিজিটাল ক্যাম্পাস এ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক কোভিড-১৯ পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে। এ ল্যাব থেকে প্রতিদিন নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং এ পর্যন্ত ১৭ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ক্যাম্পাসকে মাদকমুক্ত করা এবং মাদকের ছোবল থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। এজন্য দেশে প্রথমবারের মতো ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে ডোপ টেস্টের মাধ্যমে সকল শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা জাতীয়ভাবে সমাদৃত হয়েছে।’ 

এতে আরো উল্লেখ করা হয়, ‘বর্তমান বিশেষ পরিস্থিতিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সহজ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ জিবি ডাটা প্রদান করা হয়েছে। এ সুবিধা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে। তাছাড়া বন্যায় আক্রান্ত জেলাসমূহের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দৃষ্টি নন্দন বেঞ্চ স্থাপন করা হয়েছে। করোনা মহামারীর শুরুতে মোবাইল ব্যাংকিং এর সাহায্যে অস্বচ্ছল শিক্ষার্থীদের প্রত্যেককে ৩০০০/= টাকা করে প্রদান করা হয়েছে। তাদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রথমবারের মতো স্থায়ী কাউন্সেলিং সাইকোলজিস্ট নিয়োগ করা হয়েছে। এছাড়া দীর্ঘ ১৩ বছর পরে গত ৮ জানুয়ারি ছাত্রছাত্রীদের তৃতীয় সমাবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবর্তনে অংশগ্রহনকারী সকল গ্রাজুয়েটকে স্থায়ীভাবে গাউন ও হ্যাট প্রদান করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ‘শিক্ষকদের কল্যাণে প্রশাসন কাজ করে যাচ্ছে। তরুন শিক্ষকদের ল্যাপটপ ক্রয়ের জন্য বিনা সুদে ৫০,০০০/= টাকা করে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষকরা যাতে সুষ্ঠভাবে অনলাইন ক্লাস নিতে পারেন সেজন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অনলাইন ক্লাসের লজিস্টিক সামগ্রী সংগ্রহের জন্য সকল শিক্ষককে ১০,০০০/= টাকা করে প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সময় যাতে শিক্ষকদের ছোট বাচ্চাদের নিয়ে ঝামেলা না পোহাতে হয় সেজন্য ইউনিভার্সিটি সেন্টার ভবনে মানসম্মত ‘ডে কেয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে।

এছাড়া গবেষাণাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্ব প্রদান করছে। সেজন্য গবেষণা খাতে বাজেট ৯০ লক্ষ টাকা থেকে ৫ গুণ বৃদ্ধি করে সাড়ে ৪ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের লেখা ও গবেষণাকে প্লাগারিজমমুক্ত রাখতে টার্নিটিন সফটওয়ার-এর বহুল ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব বাংলা ও ইংরেজি জার্নাল হালনাগাদ করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন মানসম্পন্ন ও হালনাগাদ করা হয়েছে। বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাৎক্ষনিক সার্টিফিকেট যাাচাই বাছাইয়ের জন্য ইষড়পশ ঈযধরহ ঝুংঃবস চালু করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘করোনায় দুর্যোগ অবস্থাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবকাঠামো উন্নয়নে পিছিয়ে নেই। করোনায় ভয়কে জয় করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ ৮টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকায় ৬ হাজার বর্গফুট আয়তনের আধুনিক মানের একটি গেস্ট হাউজ ক্রয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্লাবকে আধুনিক ক্লাবে রূপান্তর করা হয়েছে। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রকল্প গৃহীত হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত গোলচত্বরকে দৃষ্টি নন্দন করে সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে অ্যাম্বুলেন্সসহ ৫টি নতুন গাড়ি সংযোজিত হয়েছে।

চলমান বৈশ্বিক করোনাকালে বিশেষ উদ্যোগ নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয়েছে। শিকক, কর্মকর্তা এবং কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানে প্রশাসন কর্তৃক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য রেয়াতী সুদে গৃহনির্মাণ ঋণ সুবিধার (সর্বোচ্চ ৭৫ লাখ টাকা) ব্যবস্থা করা হয়েছে। সোনালী ব্যাংক থেকে তাদের জন্য সহজ শর্তে ১০০ কোটি টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয় এলাকাকে সিলেট সিটি কর্পোরেশনের আওতাভূক্ত করা হয়েছে।

এছাড়াও মাউন্ট এডোরা হাসপাতালের সাথে শাবিপ্রবির কর্পোরেট চুক্তি অনুযায়ী করোনা আক্রান্ত শাবিপ্রবি সদস্যদের (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) অগ্রাধিকার ও দ্রুততা নিশ্চিত করে অ্যাম্বুলেন্স সার্ভিসসহ চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চৌদ্দ হাজার চারা ক্যাম্পাসে রোপণ করা হয়েছে। ক্যাম্পাসে রোপণের জন্য বনবিভাগ থেকে আরও দশ হাজার চারা পাওয়া যাবে যা প্রক্রিয়াধীন রয়েছে। সকলের প্রিয় এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করা যাচ্ছে।’

এনএস/