৬ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করলেন সেনাপ্রধান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, পিএসসি।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশন কর্তৃক রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা প্রদান করেন।
গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিটসমূহ কর্তৃক সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সিগন্যাল ব্যাটালিয়ন, ১৮ বীর, ২০ বীর, ২১ বীর, ২২ বীর এবং ২৩ বীর আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।
প্রদত্ত ভাষণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোন ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয়।
এছাড়া তিনি সবাইকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে ওঠার নির্দেশ দেন। সেই সাথে তিনি সবাইকে পেশাদারিত্বের প্রত্যাশিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে সেনাবাহিনী প্রধান বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে জিওসি লে. জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকশ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে। (বিজ্ঞপ্তি)
এএইচ/এসি