ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হরিপুরে একদিনের ব্যবধানে ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ঠাকুরগাঁও জেলার হরিপুরে আজ বুধবার পুকুরের পানিতে ডুবে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হলো। 

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের লহুচাঁদ গ্রামে মুকসেদ আলীর ২ বছর বয়সের মেয়ে মীম আক্তার বাড়ির পাশে পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি সবার অলক্ষ্যে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় পাশে থাকা শিশুরা চিৎকার দিলে অভিভাবকেরা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি পানিতে ডুবে মীম আক্তার নামে আরো এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, একই উপজেলার বকুয়া ইউনিয়নের বরমপুর-পীরহাট গ্রামের ফারুক হোসেনের কন্যা ফাহিমা ও ফারজানা সোমবার দিবাগত রাত ৮টার দিকে বাড়ির উঠানে বসে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে শিশু দু’টি বাড়ি বাইরে চলে যায়। পরে স্বজনরা তাদেরকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।

এনএস/