সমাবেশের অনুমতি দেয়া নিয়ে সরকার টালবাহানা করছে: রিজভী
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার | আপডেট: ০৬:২১ পিএম, ২৯ এপ্রিল ২০১৭ শনিবার
মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের অনুমতি দেয়া নিয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার দূর্বল বলেই দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বেশ কয়েকবার সমাবেশের তারিখ পরিবর্তন করে অনুমতি চাওয়া হলেও পুলিশের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। পুলিশের এমন আচরণের নিন্দা জানান তিনি।
প্রেসক্লাবে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, হাওরে বিপর্যয়ের জন্য সরকারের দূর্নীতিই দায়ী।
এদিকে পাবনায় মহিলা দলের কর্মশালায় নজরুল ইসলাম খান বলেন, জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে কোন জঙ্গিবাদ থাকবে না।
হাওরের সাধারন মানুষদের নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগ রাজনীতি করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।