ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

শেয়ার কারসাজিতে সক্রিয় নানা চক্র (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

অনলাইনে পুঁজিবাজার বিশ্লেষণের নামে সরাসরি বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচার পরামর্শ দিয়ে আসছে বিভিন্ন চক্র। এতে প্রলুব্ধ করা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। ছড়ানো হচ্ছে গুজবও। 

খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাসেঞ্জার, হোয়াটস-অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শেয়ার কারসাজিতে সক্রিয় বেশ কয়েকটি চক্র। কোন শেয়ারের দাম কত উঠবে, তা অনেকটা গ্যারান্টি দিয়েই বলে দিচ্ছে চক্রের সদস্যরা। বিশেষ করে জুয়াড়ি শেয়ার হিসেবে পরিচিত দুর্বল মৌলভিত্তির কিছু কোম্পানিকে ঘিরে এরা বেশি সক্রিয়। 

হাজারো অনুসারীকে ব্যবহার করে যোগসাজসের মাধ্যমে শেয়ারে মূল্য নিয়ন্ত্রণ করে এরা। আর না বুঝে ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। 

এমন পরিস্থিতিতে দেশের আইনজ্ঞরা বলছেন, প্রকাশ্যে বা গোপনে শেয়ার বেচা কেনার প্রচারণা চালানো আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। 

এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেল আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম বলেন, ‘যদি কোন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শেয়ার বাজারকে প্রভাবিত করবে এমন কিছু করে তাহলে তার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ১৯৬৯ সালের ১৭-এর বি এবং সেকশন ২৪ অনুযায়ী ৫ বছরের সাজা হতে পারে। এছাড়া কেউ যদি সিইসি, ডিএসসি’র লোগো ব্যবহার করে তাহলেও তার বিরুদ্ধে কপিরাইট আইন অনুযায়ী ৪ বছর অনাদায়ে আরও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।’ 

অনলাইনে শেয়ার কারসাজির বিষয়টি নজরে এসেছে পুঁজিাবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিরও। জানতে চাইলে প্রতিষ্ঠানটির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘যারা এ সমস্ত তথ্য উপাত্ত দিচ্ছে কিংবা গুজব ছড়াচ্ছে তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখা সম্ভব না হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে লোভে পড়ে এসব চক্রের ফাঁদে না জড়াতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

এআই//এমবি