গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
দেশ এখনও করোনামুক্ত হয়নি। এ অবস্থার মধ্যেই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন রাজধানীবাসী। কর্মক্ষেত্রে বা অন্য প্রয়োজনে সহসাই ঘরের বাইরে যাচ্ছেন মানুষ।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানার সরকারি নির্দেশনা থাকলেও, মানতে চাইছেন না অনেকেই। ফলে, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে পুলিশ। নির্দেশনা অমান্য করায় কিছু গণপরিবহনের বিরুদ্ধে মামলাও করছে সংস্থাটি।
যাত্রীদের মধ্যে অনেকে গরমের অজুহাতে, কেউবা শরীরে উপসর্গ না থাকার কারণ দেখিয়ে মানছেন না স্বাস্থ্যবিধি, পড়ছেন না মাস্ক। অনেক গণপরিবহন শ্রমিকেরও একই অবস্থা। চালকরা বলছেন, ‘যাত্রীরা সবাই নিয়ম মানে না। আবার গরম বেশি হওয়ায় পড়তে ইচ্ছে করে না।’
তবে, স্বাস্থ্যবিধি ঠিকমতো অনুসরণ না করায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ কষ্টসাধ্য হবে বলেও আশঙ্কা করেন যাত্রীদের অনেকে।
এমন পরিস্থিতিতে নির্দেশনা অমান্য করায় যাত্রীদের সতর্ক করছে পুলিশ। কিছু পরিবহনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়িয়া ট্রাফিক জোনের টিআই রফিকুল ইসলাম বলেন, ‘মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। দুই সিটেই যাত্রী নেয়া হচ্ছে, তবে দাঁড়িয়ে নেয়ার সুযোগ নেই। যারা এ নীতি মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এআই//এমবি