ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সিটি করর্পোরেশনের বিনগুলো হয়ে উঠেছে গলার কাঁটা

প্রকাশিত : ১১:১১ এএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ১১:৪১ এএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার

পরিচ্ছন্ন নগরী উপহার দিতে রাজধানীজুড়ে রাস্তার পাশে-অলিগলিতে বসানো হয়েছিল ওয়েস্টবিন। দুই সিটি করর্পোরেশনের এ বিনগুলোর দুর্গন্ধ-ই এখন গলার কাঁটা হয়ে উঠেছে নগরবাসীর। সঠিক নজরদারির অভাবে চুরিও হয়েছে অনেক। এজন্য সচেতনতা না থাকাকেই দায়ী করেছেন নগরবিদরা। তবে সিটি কর্পোরেশন বলছে, বিনগুলো দিয়ে নাগরিকদের মানসিক পরিবর্তন আনা সম্ভব হয়েছে।
চলতি পথে হাতে থাকা যে কোন ময়লা যেন নগরীকে অপরিস্কার না করে, সেজন্যই রাজধানী জুড়ে রাস্তার পাশে বসানো হয়েছিল ওয়েস্টবিন। পরিচ্ছন্নতাবর্ষ ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে বসানো হয়েছিল ৫ হাজার ৭০০, আর উত্তর সিটিতে ১০০০ বিন।
কিন্তু এখন দুই সিটি কর্পোরেশনের অনেক জায়গায় খাঁচা রেখে উধাও সে বিনগুলো। কোথাও দিনের পরদিন জমে আছে ময়লার স্তুপ, বিনের পাশেই গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রচারনার পোস্টারের জন্যও।
নগরবিদরা বলছেন, জনগনকে সঠিকভাবে সচেতন করতে না পারায় এগুলোর ব্যবহার থেকে বঞ্চিত হয়েছে নগরবাসী।
হাল ছাড়তে নারাজ দুই সিটি কর্পোরেশনই, নগরবাসীর সচেতনতাকে প্রাধান্য দিয়ে তা বাড়ানোর কথা বলছে তারা।