বকেয়া মজুরিসহ পাঁচদফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনার পাটকল শ্রমিকরা
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার
বকেয়া মজুরি ও পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।
সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ এই অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, পাটকলগুলোতে চরমভাবে কাঁচা পাটের সংকট দেখা দিয়েছে। এরিমধ্যে মিল শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। যতক্ষন পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা। এদিকে কর্মসূচি চলার সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে শতশত যাত্রী।