ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

২ দিন ব্যাপী ল্যাব এইড জাতীয় সার্ফিং প্রতিযোগীতা সম্পন্ন

প্রকাশিত : ১১:২০ এএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ১১:৫৫ এএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার

সমুদ্রের উত্তাল ঢেউ জয়ের অনন্য এক নেশা মেশানো খেলা সার্ফিং। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সার্ফিং এর জন্য বেশ উপযোগি। সার্ফিং ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক এর স্বীকৃতিও পেয়েছে। এর প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারে দুই দিন ব্যাপী ল্যাব এইড জাতীয় সার্ফিং প্রতিযোগীতা শেষ হয়েছে শনিবার। এতে সার্ফাররা খুশি। তারা সুযোগ পেলে সার্ফিং দিয়ে বিশ্বের দরবারে দেশের সুনাম আনতে চান। আয়োজকরা মনে করেন সার্ফিং পর্যটন শিল্পকে এগিয়ে নেবে, আন্তর্জাতিক সুনাম আর্জন করবে।
উত্তাল সমুদ্রে বিশেষভাবে তৈরী বিশেষ একটি বোর্ড নিয়ে যাত্রা। আর ঢেউয়ের তালে তালে ওই বোর্ডের উপর দাড়িয়ে কূলে ফেরার নানা শারীরিক কৌশল। এর নাম সার্ফিং।
কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতে বাংলাদেশ সার্ফিং ফেডারেশনের আয়োজনে দুই দিন ব্যাপী জাতীয় সার্ফিং প্রতিযোগীতার দৃশ্য এটি। নানা বয়সের সার্ফাররা মেতেছে ঢেউ জয়ের নেশায়। প্রতি যোগীতায় কক্সবাজারের ১০টি সার্ফিং ক্লাবের ১২জন কিশোরীসহ ৭০ জন সার্ফার অংশ নিয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক এর স্বীকৃতি পাওয়ায় খুশি সার্ফাররা।  
আয়োজকরাও মনে করেন সার্ফিং আন্তর্জাতিকভাবে দেশের পরিচয় বিকাশের ভূমিকা রাখবে।
যুব ও ক্রীড়া মন্ত্রীও,  সরকারের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস দেন।
জাতীয় সার্ফিং প্রতিযোগীতার এবারের আসরে তিনটি ক্যাটাগরিতে ১২ জনকে পুরষ্কার প্রদান করা হয়।