এস্পানিওলকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা
প্রকাশিত : ০১:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৩:১২ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার
সুয়ারেজের জোড়া গোলে এস্পানিওলকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিস লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা।
এস্তাদি কর্নেলায় শুরু থেবে বার্সেলোনার সাথে সমান তালে লড়ে এস্পানিরওল। একাধিক সুযোগ পেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। খেলার ৫০ মিনিটে সুয়ারেজ গোল করে দলকে এগিয়ে দেন ১-০ গোলে। এরপর ৭৬ মিািনটে মেসির পাসে রাকিটিজ ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে এস্পানিওলের এরোন মার্টিনের ভুলে সুয়ারেজ নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করলে ৩-০ গোলের জয় পায় কাতালানরো। এ জয়ে ৩৫ খেলা থেকে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা।