ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভৈরবে কয়েক হাজার বিঘা জমির ধান পানির নিচে

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৭ রবিবার

ভৈরবে সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশিল থাকলেও এখনো মানিকদী এলাকার কয়েক হাজার বিঘা জমির ধান তলিয়ে আছে পানির নিচে।
জোয়ারের পানির কবলে পড়ে মেঘনা, কালি ও ঘোড়াউত্রা নদী তীরের গজারিয়ার মানিকদী এলাকায় বোরো ধানের সাথে উচু ভূমির কয়েক হাজার বিঘা ইরি ধান এখনো পানির নিচে তলিয়ে আছে। এ অবস্থায় ধান কাটার শ্রমিক না পেয়ে গো খাদ্যের আশায় প্রতিবেশীদের সহযোগীতায় নিজেরাই আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষক। এদিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতি ইউনিয়নে ৬০ জন কৃষককে দশ কেজি করে চাল দেয়া হচ্ছে।