ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি পণ্যের পোষ্ট-হ্যান্ডেলিং, প্রসেসিং ও প্যাকেজিং বিষয়ক কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের জোরদারকরণ প্রকল্পের উপসচিব ও প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা।
প্রকল্প ও কৃষি বিপনন অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম, লায়ন ফিরোজুর রহমান স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, ভেটেনারি চিকিৎসক মো. বুলবুল আহমেদ, জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।
কর্মশালায় বক্তারা উন্নত প্রযুক্তিতে কিভাবে কৃষির উন্নয়ন করা যায় সে ব্যাপারে দিক নির্দেশনা ও কৃষির আধুনিকায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। কর্মশালায় মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
এআই//আরকে