ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

জাতিসংঘের প্রতিযোগিতায় বাংলাদেশি সর্বকনিষ্ঠ বিচারক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার | আপডেট: ০৮:৪১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার

সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ

সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ

জাতিসংঘের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছে সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ নামের এক বাংলাদেশি কিশোর। জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের ৮৪ দেশের মধ্যে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ১৩ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীরা অংশ গ্রহণ করে।

গত ২৭ আগস্ট জাতিসংঘের মহাপরিচালক তাতিয়ানা ভেলোভায়া বিচারক সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। 

জাতিসংঘের মহাপরিচালক তাতিয়ানা ভেলোভায়া স্বাক্ষরিত সনদ

জারীফ বরিশাল মহানগর পুলিশের (সদর দপ্তর) উপকমিশনার ( ডিসি) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের ছেলে।

গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ার সনদ

গত ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয় জারীফ। সে সময় ঐ প্রতিযোগিতায় ৭০ দেশের ১৭ হাজার প্রতিযোগী অংশ নেয়। এর আগে জারীফ জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জারীফ। জাতীয় শিশু দিবসে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয় সে। 

জাপানের সনদ

এমএস/