ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রাতেই ঢাকায় ফিরছেন ডোমিঙ্গোরা, গিবসন আসছেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ওটিস গিবসন

ওটিস গিবসন

আসন্ন শ্রীলংকা সিরিজকে সামনে রেখে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ওটিস গিবসন। এ সফরকে সামনে ইতোমধ্যে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

এর আগে আজ (৬ সেপ্টেম্বর) রাতেই একত্রে ঢাকায় পৌঁছাবেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি।

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও সদ্যই টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড থেকে সরাসরি জাতীয় দলের সাথে যোগ দিবেন শ্রীলংকায়।

ঢাকায় পা রেখে বাংলাদেশ সরকারের নিয়নুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন জাতীয় দলের কোচরা।

যদিও গত ২ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিলো ডোমিঙ্গো, কুক ও লির। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে তারা ঢাকায় আসছেন আজ।

উল্লেখ্য, শ্রীলংকায় তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে টাইগাররা। তার আগে দেশে সংক্ষিপ্ত আকারে অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল। 
এ বিষয়ে আকরাম খান জানিয়েছিলেন, মূল অনুশীলন ক্যাম্পটি শ্রীলংকাতেই করবে জাতীয় দল।

তার আগে দেশের মাটিতে ২১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। তবে ডোমিঙ্গো এন্ড কোং-এর কোয়ারেন্টাইন পর্ব শেষ হবে আগামী ২০ সেপ্টেম্বর। ফলে তারা দলের সঙ্গে কাজ করার যথার্থ সুযোগই পাবেন। সূত্র- বাসস।

এনএস/