ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ইলিশের বেচাবিক্রিতে জমজমাট বাগেরহাট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার

বাগেরহাটের কেভি বাজার জমজমাট ইলিশের বেচাবিক্রিতে। সাগরে নিম্মচাপের পর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ স্থানীয় জেলেদের জালে। এতে খুশী জেলে ও ব্যবসায়ীরা। 

বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত বাগেরহাটের ইলিশের আড়ত, কেভি বাজার। কেউ মাছ নিয়ে যাচ্ছেন, কেউ বিভিন্ন পরিবহনে মাছ ওঠাচ্ছেন, কেউ আবার ঝুড়িতে বরফ দিয়ে মাছ সাজাচ্ছেন। এবার জালে মাছ বেশী ধরা পড়ায় খুশী জেলেরা।

ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে সরবরাহ বেড়েছে ইলিশের। ১ কেজি ওজনের মাছ ৭ শত থেকে ৮ শত টাকা এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম মাছ বিক্রি হচ্ছে ৩ শত থেকে ৪ শত টাকায়।

এই বাজারে প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু হয়ে সকাল ৯টার মধ্যে ইলিশ কেনাবেচা শেষ হয়।

এমএস/