ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৭ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আশংঙ্কাজনক অবস্থায় আছেন চিকিৎসাধীন ৯ জন। একজনকে শংঙ্কমুক্ত বলছেন চিকিৎসকরা। সবাইকে সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে বলেও জানান তারা। 

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট ভারী হয়ে আছে অপেক্ষমান স্বজনদের দীর্ঘশ্বাসে। আহতদের মধ্যে একজন ছাড়া সকলের অবস্থা সংকটাপন্ন। 

এদের বাঁচাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউট আবাসিক সার্জন পার্থ শংকর পাল। তিনি বলেন, ‘একজন রোগী খুব ভালো আছে। আমরা সম্ভবত তাকে বাঁচাতে পারব। আর বাকিদের নিয়ে কিছুই বলা যাচ্ছে না যে, তাদেরকে আমরা বাঁচাতে পারব কিনা। আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি।’ 

৬ জনের চিকিৎসা চলছে আইসিইউতে। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা সংকটাপন্ন। ৪ জন আছেন পোস্ট অপারটিভে আর ১ জনের চিকিৎসা চলছে সাধারণ বেডে। 

উল্লেখ্য, গেল শুক্রবার এশার নামাযের পরে নারায়ণগঞ্জের ফতুল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ হন ৩৭ জন। 

এমএস/