হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে। ছবি: একুশে টেলিভিশন
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২৪ ঘন্টার ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ১২৫ থেকে ১৩০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৯০ থেকে ১শ’ টাকা বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যাহত হয়। যার কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম অনেকটা বেড়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে।
দেশের বাজারে বাড়তি দাম ও চাহিদা ভালো থাকায় মরিচের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। রোববার বন্দর দিয়ে একদিনেই ৩৫টি ট্রাকে ২৫০ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে।
এতে করে দেশের বাজারে কাঁচামরিচের চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
এএইচ/