রাজবাড়ীতে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৫:২৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ১৮ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি কালুখালী উপজেলায়। এ নিয়ে রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।
এদিকে প্রতিদিনের মত আজও রাজবাড়ীতে ১৮ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিন দিন আগে ১৩৭ জনের নমুনা পাঠানো হয় ঢাকায়। এর মধ্যে রোববার নতুন ১৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে। আক্রান্ত ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ১১ জন, পাংশায় ৩ জন, বালিয়াকান্দিতে ২ এবং কালুখালীতে ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮০৭ জনে।
রাজবাড়িতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ্য হয়েছেন ১৮৫১ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৯০৭ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন ২৯ জন করোনা রোগী।
এএইচ/