ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

ইউএনও’র ওপর হামলা: আরও দুইজন আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাড়িচালক হাফিজ ও ইয়াসিন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। 

বর্তমানে আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গৃহকর্মী জবেদা ও আসোলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও জবেদাকে ছেড়ে দেয় পুলিশ। 

আসোলার এখনও জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও প্রধান আসামি আসাদুলের ছোট ভাই আশরাফুল ইসলাম শাওন, বাগানের মালি সুলতান কবির এবং পিওন শ্যামল কুমারকে শনিবার থেকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ঘোড়াঘাট থানা পুলিশ।

এমবি//