ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

সদস্য দেশগুলোর মধ্যে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কমন ওয়েলথের অবদান অনস্বীকার্য

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ১১:০২ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার

commonwelthসদস্য দেশগুলোর মধ্যে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কমন ওয়েলথের অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেছেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার রাজধানির ঢাকা ক্লাবে কমনওয়েলথ দিবসের আলোচনায় এমনটাই জানান তিনি। মন্ত্রী বলেন, ব্রিটিশ ওপনিবেশ থেকে স্বাধীন হওয়া দেশগুলো নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ সংস্থার যাত্রা শুরু হয়। বাংলাদেশও স্বাধীনতার পর এর সদস্য হয়। এসময় যুক্তরাজ্যের বাংলাদেশীদের ভিসা ব্যবস্থা আরও সহজ করার আহবান আহবানও জানান মন্ত্রী। আর অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক সামাজিক ও অর্থনৈতিক খাতে বাংলাদেশের অগ্রগতির প্রসংশা করেন।