ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

জয়পুরহাটে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

জয়পুরহাটে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ জন।

মঙ্গলবার রাতে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলামের স্বাক্ষরিত জেলার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ১০ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ২৬৫ জনের নমুনার ফল নেগেটিভ এসেছে। ১ হাজার ৭ জনের নমুনা পজিটিভ এসেছে। বাতিল হয়ে গেছে ১৭টি নমুনা। পরীক্ষার অপেক্ষায় নমুনা আছে ৩৯৯টি।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি//