ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হোয়াইট হাউজে স্বাক্ষরিত হবে ইসরাইল ও আমিরাত চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

(ছবি- রয়টার্স)

(ছবি- রয়টার্স)

ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ইসরাইলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু আর আমিরাতের নেতৃত্ব দেবেন সে দেশের যুবরাজের ভাই পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন জায়েদ। গত ১৩ আগস্ট দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কুটনৈতিক সম্পর্ক স্থাপনের সমঝোতা ঘোষণার এক মাস পর এই অনুষ্ঠান হতে যাচ্ছে।  খবর ভয়েস অব আমেরিকা’র। 

কর্মকর্তারা বলছেন, দুই দেশ থেকেই শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল আসবে। ঐতিহাসিক এ চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নির্বাচনের আগে তার পররাষ্ট্র নীতিতে বড় রকমের বিজয় এনে দিয়েছে। এই পরিবর্তিত মধ্যপ্রাচ্যে ঐতিহ্য অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতি আরব সমর্থনের পরিবর্তে ঘোর শত্রু ইরানের বিষয়ে এক ধরণের অভিন্ন উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। 

ঐ ঘোষণার পর দুই দেশের মধ্যে প্রথম বানিজ্যিক ফ্লাইট এবং টেলিফোন যোগাযোগ শুরু হয়েছে সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতও ইসরাইল বর্জন নীতি পরিহার করেছে।

এমএস/