মসজিদে বিস্ফোরণ: আজও লিকেজ খুঁজছে তিতাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজ খুঁজতে তৃতীয় দিনের মতো মাটি খনন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টা থেকে মসজিদের বিভিন্ন স্থানে এই খোঁড়াখুঁড়ির কাজ করছেন তারা। প্রায় চার ফুট গভীরে একটি সংযোগ লাইন পুরোপুরি উন্মুক্ত করা গেছে।
একই সাথে মাটির পাঁচ ফুট গভীরে প্রধান লাইনের মূল সংযোগটিও খুঁজে পেয়েছেন শ্রমিকরা। এর আগে প্রথম দিনে ২টি ও দ্বিতীয় দিনে আরও ১ টি লিকেজের অস্তিত খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন কর্মরত শ্রমিকরা।
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস ও ডিপিডিসি আলাদাভাবে চারটি তদন্ত কমিটি গঠন করেছে। তিতাসের গঠিত তদন্ত কমিটি নারায়ণগঞ্জ অঞ্চলের কার্যালয়ে ঘন্টাব্যাপী কমিটির সদস্যদরা মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুরসহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য রেকর্ড করেছেন।
নির্ধারিত ১১টি প্রশ্ন সম্বলিত ফরমে মসজিদ কমিটির চারজনের সাক্ষরও নিয়েছে কমিটি। বৈঠক শেষে তিতাসের তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে এখন কিছু বলতে পারছেন না তারা।
গত শুক্রবার এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৮ জন মারা গেছেন। ইতিমধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, ‘একটি নির্ভুল তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি আমরা। সেই সাথে সব মসজিদে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা যেন বৈদ্যুতিক ওয়ারিংসহ নিরাপত্তার বিষয়টির দিকে নজর দেয়। সেই সাথে তিতাস, ডিপিডিসি ও ইসলামিক ফাউন্ডেশনকেও বলা হয়েছে।’
এআই//এমবি