ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

সারাদেশে পালিত হচ্ছে মে দিবস

প্রকাশিত : ১১:০৬ এএম, ১ মে ২০১৭ সোমবার | আপডেট: ১১:১৭ এএম, ১ মে ২০১৭ সোমবার

“শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’” এই শ্লোগানে নানা আয়োজনে সারাদেশে মে দিবস পালিত হচ্ছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে, চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  র‌্যালিতে চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। মে দিবস উপলক্ষে ভালুকা উপজেলা পরিষদের উদ্যোগে র‌্যালী বের করে উপজেলা সদর প্রদক্ষিণ করে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী  এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সমাজকর্মী ও এনজিও কর্মীরা অংশ গ্রহণ করেন।