ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৪জন নিখোঁজ

প্রকাশিত : ০১:২০ পিএম, ১ মে ২০১৭ সোমবার | আপডেট: ০২:৩০ পিএম, ১ মে ২০১৭ সোমবার

রাজশাহীতে কালবৈশাখী ঝড়ে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন।
গত রোববার রাতে নগরীর দরগাপাড়া পদ্মানদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, সারোয়ার হোসেন রফিক, রবিন, আসাদুল এবং অপরজনের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, একটি ছোট নৌকায় ৬ জন পদ্মার মাঝের চর থেকে নগরীর বড়কুঠি ঘাটে ফিরছিলেন। এ’সময় ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে যায়। এতে দুইজন সাতার কেটে পাড়ে আসতে পারলেও চারজন নিখোঁজ হন। তাদের উদ্ধারে সকাল থেকে দমকল বাহিনীর ডবুরীরা কাজ করছেন।