আইইইই’র অনলাইন প্রজেক্ট কম্পিটিশন ২৪ সেপ্টেম্বর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
আগামী ২৪ সেপ্টেম্বর আইইইই রুয়েট’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ‘অন্যতম’ বৃহৎ অনলাইন প্রজেক্ট কম্পিটিশন। আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সংগঠনটি ‘TechShield 2020’ নামের এ কম্পিটিশন অনুষ্ঠিত হবে।
জানা যায়, আইইইই রুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ দেশের একটি টেকনিক্যাল ছাত্র সংগঠন। আইইইই আন্তর্জাতিক সংগঠনের ছাত্র ইউনিট হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রোগ্রাম’র আয়োজন করে সংগঠনটি।
শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরণের কম্পিটিশন, ওয়ার্কশপ, সেমিনার ও সিম্পোজিয়াম’র আয়োজন করে যাচ্ছে রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এ সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক কম্পিটিশনের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর ‘TechShield 2020’ আয়োজন করা হয়।
ইউজিসি’র অন্তর্ভুক্ত দেশে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন বলে সংগঠন সূত্রে জানা যায়।
এমএস/