ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সারাদেশে নানা আয়োজনে মে দিবস পালন

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১ মে ২০১৭ সোমবার | আপডেট: ০২:৫০ পিএম, ১ মে ২০১৭ সোমবার

সারাদেশে নানা আয়োজনে মে দিবস পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে র‌্যালী ও সমাবেশ করছেন শ্রমিকরা। এসব কর্মসূচিতে বর্তমান দ্রব্যমূল্যের সাপেক্ষে শ্রমিদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে র‌্যালী করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পরে সমাবেশ শ্রমিকদের ন্যূনতম মজুরী ১২ হাজার টাকা ধার্য করার দাবী জানান শ্রমিক নেতারা।
চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন।
দিনাজপুরে দিবসটি উপলক্ষে বিভিন্ন যানবাহন আধা বেলা বন্ধ রাখা হয়।
রাজশাহীতে মে দিবসের র‌্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সামাজিক সংগঠন।
খুলনায় বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি কর্মসূচি পালন করছে।
নওগাঁয় শ্রমিক লীগের উদ্যোগে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তনে একযোগে সভা করেছে জেলার শ্রমিক সংগঠনগুলো।
ভোলায় বাংলা স্কুল মাঠে সমাবেশে ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি তুলেন শ্রমিকেরা।
ময়মনসিংহ নগরীর টাউন হল থেকে শ্রমিক সংগঠনগুলো র‌্যালী বের করে।
হিলি স্থলবন্দর সামনে থেকে র‌্যালী বের করে উন্নয়ন সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন।
এছাড়া দেশের অন্যান্য জায়গায়ও মে দিবসের কর্মসূচিতে, শ্রম আইন বাস্তবায়ন ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবী জানান শ্রমিকরা।