ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ১ মে ২০১৭ সোমবার

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ঝিলের নৌঘাটে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়। পরে তেজগাাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহের সাথে মাদকদ্রব্য পাওয়ায় অজ্ঞাত ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে মৃতদেহটি পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।