অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে ছেলের টাকা দাবি
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ফেনীর সোনাগাজীতে নিজে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে ছেলে কর্তৃক বাবার কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে রিদোয়ান আহমেদ রুপম (১৫) নামের সেই ছেলেকে উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গত ৫ সেপ্টেম্বর সোনাগাজী মডেল থানায় ছেলে অপহরণ হয়েছে বলে সাধারণ ডায়েরি করেন সোনাগাজী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মো. মহিউদ্দিন সেলিম। তিনি ডায়েরিতে লিখেন গত মাসের ২৯ তারিখ তার ছেলে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে বিভিন্ন ফোন থেকে ছেলে অপহরণের খবর আসে। ফেরত পেতে হলে টাকা দিতে হবে বলে জানায়।’
ওসি বলেন, ‘পুলিশের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসআই সাইফুদ্দীনের নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলমসহ সিএমপি কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় নিখোঁজ রিদোয়ান আহমেদ রুপমকে শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়।’
জিজ্ঞাসাবাদে রিদোয়ান জানায়, সে নিজেই বিভিন্ন লোকের মাধ্যমে তাহার বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য এই অপহরণ নাটক সাজিয়েছিলেন।
এআই//এমবি