ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

ট্রাম্পের উল্টো সুর

প্রকাশিত : ১১:০৯ এএম, ২ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৩২ এএম, ২ মে ২০১৭ মঙ্গলবার

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে দেখা করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন ট্রাম্প।

একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। গেল কিছুদিন ধরে বেশ উল্টো সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে তিনি প্রেসিডেন্ট কিম জং উনকে বেশ বুদ্ধিমান মানুষ বলে আখ্যায়িত করেন তিনি। তবে দু নেতার বৈঠকের আগে বেশ কিছু শর্ত মানতে হতে পারে উনকে। তবে হোয়াইট হাউজ দ্রুত এ অস্থিরতার সমাধান চায় বলে জানান হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পেইসার।