ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মৌলভীবাজারে তুচ্ছ ঘটনার জেরে ভয়ে বাড়ি ছাড়া পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার

বাচ্চার জুতা পুকুরে ফেলে দেওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নে দুই পরিবারের মাঝে ঝগড়া চরমে। ইতিমধ্যে বাড়িঘর ভাংচুর ও সংঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি পাল্টাপাল্টি মামলাও হয়েছে। 

এ অবস্থায় পুরো পরিবার ভয়ে বাড়ি ছাড়া এমন অভিযোগ এনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভুনবীর ইউনিয়নের শাসন গ্রামের গৃহবধূ জাহেদা আক্তার। 

এ সময় উপস্থিত ছিলেন, তার দেবর আব্দুস সালাম, প্রতিবেশী ও স্বজন আবুল কালাম, আলিফ মিয়া, মনির হোসেন ও হারুন মিয়া। 

জাহিদা বেগম জানান, ‘পুকুরে জুতা ফেলে দেওয়া নিয়ে তাকে ও তার সন্তানকে মারধর করে প্রতিবেশী আসলাম মিয়া গং। এ ঘটনায় বিচারে বসলে বিচার শেষে তারা তাদের ওপর আক্রমণ চালায়। বাড়িঘর ভাঙচুর করে লুটপাঠ করে। এ বিষয়ে জাহেদার দেবর সালাম মিয়া শ্রীমঙ্গল থানায় মামলা করেন।’

তিনি জানান, ‘তাদের ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলা হয়েছে। বর্তমানে তারা ভয়ে বাড়ি ছাড়া। এ বিষয়ে তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।’
 
এ ব্যাপারে অভিযুক্ত আসলাম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তুচ্ছ ঘটনাকে তারা তৃতীয়পক্ষের পরামর্শে বড় করেছে। সালাম মিয়াদের হামলায় তাদের পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে তারাও শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন।’
 
এআই//এমবি