ইউসিবি ও ব্রেইন স্টেশন ২৩’র চুক্তি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ইসলামি ব্যাংকিং সেবা ব্যবস্থাপনার আধুনিকায়নে ওরাকল ফ্লেক্সিকিউব বাস্তবায়ন করতে যাচ্ছে দেশীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ব্রেইন স্টেশন ২৩। এটি বাস্তবায়িত হলে রিয়েল টাইম এবং ব্যাপকতর ব্যাকিং সল্যুশনে এগিয়ে যাবে ইউসিবি। একইসঙ্গে দেশের অর্থপ্রযুক্তি খাতে ব্রেইন স্টেশনের মাধ্যমে নতুন নতুন ডিজিটাল সেবা সংযোজনের ভালো উদাহরণও এটি।
ঢাকায় ইউসিবি’র প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল এম রহমান এবং ব্রেইন স্টেশন ২৩’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও অংশীদার এম জে ফেরদৌস চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তফা তারেক খান, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. খিরকিল নওয়াজ, এসভিপি ও ইসলামিক ব্যাংকিং প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান কাশেফ রহমান এবং ভাইস প্রেসিডেন্ট পিএমও এসকে সানজুর আহমেদ এবং ব্রেইন স্টেশন ২৩’র প্রধান বিপণন কর্মকর্তা ফারজানা আফরিন ত্বিষা ও বাণিজ্য উন্নয়ন ব্যবস্থাপক মুঃ সাফিউল ইসলাম খান।
উচ্চমানের ফিনটেক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্রেইন স্টেশন ২৩’র সুনাম রয়েছে। দেশের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে এটি। ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কনসাল্টিংয়ের সহায়তায় ইউসিবির ইসলামি ব্যাংকিং সেবা ব্যবস্থাপনাকে স্থাপন, বাস্তবায়ন এবং রক্ষনাবেক্ষন করবে ব্রেইন স্টেশন ২৩। ওরাকলের অনুমোদিত গোল্ড পার্টনার ব্রেইন স্টেশন ২৩। এবার ফেক্সিকিউব কাস্টমাইজেশন করে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সহায়তা প্রদানের মাধ্যমে ওরাকলের ইমপ্লিমেন্টেশন পার্টনার হওয়াটা ব্রেইন স্টেশনের লক্ষ্য। এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থ বিদেশে পাঠানো কমানো যাবে।
এ প্রসঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নাবিল এম রহমান বলেন, ‘ইসলামিক ব্যাংকিংয়ের উপর ওরাকল ফ্লেক্সিকিউবের সার্টিফিকেশন রয়েছে। এ সিস্টেমে মুনাফা বন্টনের আনুপাতিক হার নির্ধারনের (প্রফিট শেয়ারিং রেশিও- পিএসআর) পদ্ধতিও বিদ্যমান। ওরাকলের স্থানীয় অংশীদার হিসেবে সুনাম রয়েছে ব্রেইন স্টেশনের। তাই এ ডিজিটাল সল্যুশন বাস্তবায়নে আমরা প্রতিষ্ঠানটিকে সহযাত্রী হিসেবে পেয়ে আনন্দিত।
ব্রেইন স্টেশন ২৩’র সিওও এম জে ফেরদৌস বলেন, ইউসিবির ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ইউনিটের আধুনিকায়নে ইতোমধ্যে কাজ করছে ব্রেইন স্টেশন ২৩। এছাড়াও অভ্যন্তরীন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার জন্য ইউসিবিসহ বিভিন্ন ব্যাংককে সহায়তা করার পাশাপাশি সফটওয়্যার উন্নয়ন ও বিকাশে কাজ করছে।
আরকে//