তিন লাখ কোটি ডলারে পৌছল যুক্তরাষ্ট্রের ঘাটতি বাজেট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার | আপডেট: ১০:৫২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের মূদ্রা ‘ডলার’
চলমান করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ঘাটতি বাজেট ৩ লাখ ডলারে পৌঁছেছে। মহামারি মোকাবিলায় ব্যাপক অর্থ ব্যয়ের কারণে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশটির বাজেটে ঘাটতি দেখা গেছে। এ অর্থবছর শেষ হওয়ার আগেই রেকর্ড ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে। খবর সিএনএন ও উইওননিউজ’র।
যুক্তরাষ্ট্রে রাজস্ব বিভাগ জানায়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ৬ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। এর মধ্যে ২ ট্রিলিয়ন ডলারই ছিল করোনা নিয়ন্ত্রণ কর্মসূচিতে।
জানা যায়, ২০০৯ সালে পুরো অর্থবছরে যুক্তরাষ্ট্র যে পরিমানে ঘাটতি বাজেটের মধ্যে পড়েছিল তার দ্বিগুন হলো এ ঘাটতি বাজেট। ঐ সময় ২০০৮ সালের মহামন্দার ধাক্কা কাটাতে গিয়ে ধুঁকছিল মার্কিন সরকার।
বর্তমানে দেশটিতে চলমান বেকার ভাতা এ বাজেট ঘাটতিতে ভূমিকা রাখছে বলে মনে করছে মার্কিন শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানায়, দেশে অন্তত ২০ শতাংশ মানুষ বেকার ভাতা গ্রহণ করছেন।
এমএস/