মঙ্গলে যৌথভাবে স্যাটালাইট পাঠালো রাশিয়া ও ইউরোপ
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৫৯ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার
এবার মঙ্গলে যৌথভাবে স্যাটালাইট পাঠালো রাশিয়া ও ইউরোপ। বায়ুমন্ডলকে ঘিরে রহস্যের উন্মোচন আর প্রাণের অস্তিত্বের সন্ধানে চলবে গবেষণা। তবে মঙ্গলের মাটিতে পা রাখতে মহাকাশে আরো সাত মাসের পথ পাড়ি দিতে হবে রুশ-ইউরোপীয় স্যাটালাইট-টিজিওকে। আরো জানাচ্ছেন দুলি মল্লিক।
মঙ্গলে প্রাণের সন্ধানে শুরু হলো নতুন যাত্রা। প্রোটন রকেটে চড়ে রওয়ানা হয়েছে রাশিয়া ও ইউরোপের যৌথ স্যাটেলাইট ‘এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার-টিজিও’।
স্থানীয় সময় ৯টা ৩১ মিনিটে কাজাখিস্তানের বাইকোনুর থেকে এই স্যাটালাইটের সফল উৎক্ষেপন করা হয়। তবে পুরোপুরি মঙ্গল অভিমুখী হতে সময় লাগবে আরো ১০ ঘণ্টা।
প্রায় সাত মাস মহাকাশে ভ্রমনের পর মঙ্গলের কক্ষপথে প্রবেশের সুযোগ পাবে টিজিও। ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৯শে অক্টোবর মঙ্গলের মাটিতে পা রাখবে শিয়াপারেলি নামে ছোট ল্যান্ডিং মডিউল। এরপর শুরু হবে ছবি তোলা ও মঙ্গলের পরিবেশ পর্যবেক্ষণের কাজ।
বায়ুমন্ডলে মূল উপাদানগুলো শনাক্তের পাশাপাশি মিথেনের পরিমাণ, ভূ-ত্বকে পানির সন্ধান আর সর্বোপরি প্রাণের অস্তিত্ব নিয়ে চলবে গবেষণা।
সম্প্রতি মঙ্গলে বায়ুমন্ডলে মিথেনের উপস্থিতি বিজ্ঞানী মহলে আলোড়ন তুলে। নতুন সম্ভাবনা তৈরি হয় অনুজীবের উপস্থিতি নিয়ে।
সৌরজগতের এই লালগ্রহটি ঘিরে রহস্য দিন দিন বাড়ছে। নাসার দীর্ঘ গবেষণায় নতুন নতুন তথ্য বের হলেও এখনও মেলেনি অনেক প্রশ্নের উত্তর।