করোনা উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু
জাবি সংবাদদাতা
প্রকাশিত : ১০:০৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার
অধ্যাপক মো. মনজুরুল করিম
করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি সাভারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কয়েকদিন যাবৎ জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় রোববার করোনা পরীক্ষা করান অধ্যাপক মনজুরুল করিম। পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।
সোমবার সকালে মনজুরুল করিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান পরিবারের সদস্যরা। কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর অক্সিজেন মাত্রা শুন্যে নেমে এসেছে। দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সাভারের সুপার হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন অধ্যাপক মনজুরুল করিম।
এদিকে অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, অধ্যাপক মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। রসায়ন গবেষণায় তার অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এনএস/