ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পুষ্টি বিষয়ে জাবাদিহিতার উপর গুরুত্ব দিতে হবে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ

বাগেরহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পুষ্টি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জাবাদিহিতার উপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাগেরহাট কোডেক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত উপকূলীয় জেলা বাগেরহাটের চারটি উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির পুষ্টির সার্বিক উন্নয়নে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পের’ পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসার মো. মাজারুল ইসলাম।

বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর ও জেজেএস এর যৌথ উদ্যোগে সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ফারুক আহম্মেদ, প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন, তছলিম আহমেদ টংকরসহ উপজেলার গণমাধ্যমকর্মীরা।
 
বক্তারা বলেন, করোনাকালে মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে মা ও শিশুদের ক্ষেত্রে পুষ্টি বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া উপকূলীয় এলাকায় পুষ্টি বিষয়ে সচেতনতার উপর জোর দিতে হবে। যে সকল প্রতিষ্ঠান পুষ্টি বিষয়ে কাজ করছে তাদেরকে জাবাদিহিতার উপর গুরুত্ব দিতে হবে।

আয়োজকরা বলেন, উপকুলীয় জেলা বাগেরহাটের কচুয়া, শরনখোলা, মোংলা ও মোল্লাহাট উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির পুষ্টির সার্বিক উন্নয়নে আগামী ২০২২ সাল পর্যন্ত ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পের’ কার্যক্রম চলমান রয়েছে।

এনএস/