পানি নিষ্কাশনের পথে বাড়ি নির্মাণ, বিপাকে চাষিরা (ভিডিও)
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

নওগাঁর সদর উপজেলায় পানি নিষ্কাশনের একমাত্র পথে অপরিকল্পিত পুকুর খনন ও বাড়ি নির্মাণ করায় প্রায় ২শ’ বিঘা জমিতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে। এ কারণে গত ৩ বছর ধরে চাষাবাদ করতে পারছেন না গ্রামের কৃষকরা। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন-নিবেদন করেও ফল মেলেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলার বষাইল ইউনিয়নের মল্লিকপুর গ্রামের প্রায় ২শ’ বিঘার এই ফসলি জমির মাঠের তিনদিকে রয়েছে উঁচু ভূমি। পশ্চিম দিকে ছিল পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা। কিন্তু ২০১৮ সালে সেই রাস্তা ও ফসলি জমি কিনে পুকুর খনন ও বাড়ি নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালী সিরাজুল ইসলাম। আর এ কারণে বর্তমানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যায় গ্রামসহ ফসলি মাঠ।
ভুক্তভোগীরা জানান, ‘ধান চাষ করেই আমাদের বাঁচতে হয়। কিন্তু পুকুর এবং বাড়ি করার কারণে পানি নিষ্কাশনের পুরো পথটাই বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে মাঠের দেড়শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন, ‘বিষয়টি সমাধানে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সবাইকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করেছেন।’
তবে উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা যায়নি বলে জানান বর্ষাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুজ্জোহা। তিনি বলেন, ‘ব্যক্তি মালিকানা সম্পত্তি হওয়ায় আমার জোর করার এখতিয়ার নেই। তাই সরকারি রাস্তা কেটে অস্থায়ীভাবে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু উভয়পক্ষ বাধা দেওয়ার কারণে তা সম্ভব হয়নি।’
অন্যদিকে অভিযুক্ত সিরাজুল জানান, ‘পানি নিষ্কাশনে ৬ ফিট জমি দিতে আমার কোন আপত্তি নেই। তবে ড্রেন পাকা করার দাবি গ্রামবাসী না মানায় সমস্যার সমাধান হয়নি।’
এআই//এমবি