ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

দেশে আরো ৪৩ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

কোভিড নাইনটিনে দেশে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৬ জনই পুরুষ এবং নারী ৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮০২ জনে। পরিসংখ্যান বলছে, মোট মৃত্যুর ৭৭ দশমিক ৯৭ শতাংশ পুরুষ এবং ২২ দশমিক শূন্য ৩ শতাংশ নারী। 

আজ মঙ্গলবার দেশে করোনা শনাক্তের ১৯২তম দিন। যদিও মাসখানেক আগে থেকেই সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরিয়ে আনার নানা নির্দেশনা দৃশ্যমান। তবে কমেনি সংক্রমণ কিংবা মৃত্যুর কোনটিই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯৪টি ল্যাবে পরীক্ষা করা ১৪ হাজার ৫০টি নমুনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭২৪ জন। যাতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে। অন্যদিকে নতুন ২ হাজার ৪৩৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন। 

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট প্রাণহানির ৩ হাজার ৭৪৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৮ জন নারী। আক্রান্ত ও মৃতের সংখ্যায় ঢাকা বিভাগই সবচেয়ে এগিয়ে।

গত ২৪ ঘণ্টায় করোনার শিকার হয়ে মৃত্যুবরণ করা ৪৩ জনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এনএস/