২০৩০ সালের মধ্যেই বিশ্বে মরণ ব্যাধি এইডস বিলুপ্তি করার ঘোষণার মধ্য দিয়েই শেষ হলো- আইক্যাপ
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ১০:৫৬ পিএম, ১৪ মার্চ ২০১৬ সোমবার
আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্বে মরণ ব্যাধি এইডস বিলুপ্তি করার ঢাকা ঘোষণার মধ্য দিয়েই শেষ হলো, এইডস বিষয়ক এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ১২তম, সম্মেলন আইক্যাপ।
ঘোষণায়, রোগের ব্যাপারে আরো বেশি সচেতনতা বাড়ানোর ব্যাপারে এবং চিকিৎসার সামগ্রী আরো সহজ লভ্য করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। আর,অনুষ্ঠানে বক্তারা, বিশাল এই কর্মযজ্ঞে দেশীয় ও আঞ্চলিক সহযোগীতার কোন বিকল্প নেই বলে মত দেন।